প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৩, ২০২৪, ১০:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৫, ২০১৫, ৫:৩২ পি.এম
শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে দেশে উন্নয়নের বিপ্লব ঘটেছে II নবীগঞ্জে জেলা প্রশাসক
মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে : হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডাঃ আলহাজ্ব মুশফিক হোসেন চৌধুরী বলেছেন, নবীগঞ্জের উন্নয়নে অতিথের ন্যায় ভবিষ্যতেও নিরলসভাবে কাজ করে যাব। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে দেশে উন্নয়নের বিপ্লব ঘটেছে। সে দ্বারা অব্যাহত রাখতে হলে সকলকে এক যোগে কাজ করতে হবে। তিনি গত রবিবার বিকালে স্থানীয় রসুলগঞ্জ বাজারে অনুষ্টিত এক সংবর্ধনা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নবীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুক্তাদির চৌধুরী স্বাধীন বাংলা সংসদ কর্তৃক মহাত্মাগান্ধী স্বর্ণ পদকে ভুষিত হওয়ায় এলাকাবাসীর পক্ষে উক্ত সংবর্ধনা দেয়া হয়। সাবেক চেয়ারম্যান আব্দুল হাই’র সভাপতিত্বে ও মাওঃ মতিউর রহমান সাদীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মুস্তাকিম চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, ইউপি চেয়ারম্যান নজমুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ মুজিবুর রহমান সেফু, প্রেস ক্লাবের সভাপতি এটিএম সালাম, কাউন্সিলর যুবরাজ গোপ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সরওয়ার শিকদার। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সামাদুল হক চৌধুরী, আতাউর রহমান মামুন, ফরিদ আহমদ, শেখ তোফায়েল সিদ্দীকি,আরজু মিয়া মেম্বার, এহিয়া চৌধুরী, জিয়া উদ্দিন, এওর মিয়া চৌধুরী, সফু মিয়া, রাজিব দত্ত, মহিবুর মিয়া, জুয়েল আহমদ, মেম্বার এনাম উদ্দিন, মেম্বার ইসমত আলী, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আকিকুর রহমান সেলিম, সাংবাদিক মতিউর রহমান মুন্না প্রমূখ।
অনুষ্টানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওঃ আব্দাল হোসেন। অনুষ্টান শেষে এলাকাবাসীর পক্ষে স্বর্ণ পদক প্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদির চৌধুরীর হাতে ক্রেষ্ট তুলে দেন ইউপি মেম্বার আরজু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী এহিয়া চৌধুরী, এওর মিয়া চৌধুরী, সফু মিয়া ও তোফায়েল চৌধুরী। প্রধান অতিথি রসুলগঞ্জ বাজারে একটি ফিস সেট ও বাজার মসজিদের চৌচাগার নির্মাণের ঘোষনা দেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।