স্টাফ রিপোর্টার ॥ মাত্র ২৪ ঘন্টার ব্যবধানেই পুরোনো চেহারায় ফিরে গেছে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল। আগের মতোই চলছে হাসপাতালের সকল কার্যক্রম। প্রবেশ মুখে পুনরায় বসানো হয়েছে দোকান পাট। ঔষধ কোম্পানীর প্রতিনিধিরাও বেধেঁ দেয়া সময় মানছেন না। গত ২৩ জানুয়ারি আলহাজ্ব এডভোকেট আবু জাহির এমপি হাসপাতাল পরিদর্শন করে সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কোন ঔষধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না নির্দেশনা প্রদান করেন। জানা গেছে, এমপি আবু জাহির পরিদর্শন শেষে ফিরে আসার পর থেকেই পুরোনো চেহারায় ফিরে গেছে সদর হাসপাতাল। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের প্রধান ফটকে আগের মতই দোকান পাট গড়ে তুলা হয়েছে, বেসরকারি এম্বুলেন্সগুলো সারিবদ্ধ করে দাড় করিয়ে রাখা হয়েছে। ঔষধ কোম্পানীর প্রতিনিধিরাও রোগী দেখাকালীন সময়ে ডাক্তারদের দরজার সামনে ভিড় করে রয়েছেন। যা ২৩ জানুয়ারি ছিলনা। এমপির আগমনে হাসপাতালের সকল অব্যবস্থাপনা ব্যবস্থাপনায় পরিণত হলেও তিনি চলে যাবার পর পুরোনো চেহারায় ফিরে যাওয়ায় সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।