বিশ্বনাথ (সিলেট ) প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ১৪ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার মান্দাবাজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন বিশ্বনাথ উপজেলার বশিরপুর গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে সুন্দর আলী (৩৫), ছাতক উপজেলার শিবনগর গ্রামের মৃত মাজহার আলীর ছেলে আব্দুল কাইয়ূম (৩৫), মৃত ওহাব আলীর ছেলে লায়েক মিয়া (৪৫), মৃত আব্দুর রাজ্জাকের ছেলে শামিম আহমদ (৩০), মছব্বির আলীর ছেলে বাবুল মিয়া (২৭), মৃত আব্দুল খালিকের ছেলে ইকবাল হোসেন (২৫), সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার বাজিতপুর গ্রামের মৃত জসিম উল্লাহর ছেলে নিজামউদ্দিন (৩৫), ছাতক উপজেলার দিঘলী চাকলাপাড়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে মনফর আলী (৬০), দিঘলী রামপুর গ্রামের মৃত হবিবুল্লাহর ছেলে খাইরুল হক (৩৮), মৃত ওয়াব আলীর ছেলে জমিরউদ্দিন (৪২), আবিদপুর গ্রামের তমুজ আলীর ছেলে দিলু মিয়া (৪৮), গোবিন্দনগর গ্রামের মৃত মনফর আলীর ছেলে আসকর আলী (৪৫), মৌভলীরগাঁও গ্রামের ইয়াজ উল্লাহর ছেলে হারুন রশীদ (৬০), কোম্পানিগঞ্জ থানার চাটিবহর মাঝপাড়া গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে রাশিদ আলী (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) আব্দুল হাই ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই মো. হাবিব উল্লাহ, কল্লোল গোস্বামী, মো. মামুনুর রশীদ, তফাজ্জুল হোসেন, এএসআই হুমায়ূমসহ একটি বিশেষ টিম মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেট-ছাতক রেলওয়ের আফজালাবাদ স্টেশন এলাকায় অভিযান চালায়। প্রকাশ্যে জুয়া খেলারত অবস্থায় ১৪ জোয়াড়ীকে তাস ও নগদ টাকা, মোবাইলসহ আটক করতে সক্ষম হয় পুলিশ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj