হামিদুর রহমান,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে পৃথক ৩টি অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার ভারতীয় মদ ও জিরা উদ্ধার করেছে বিজিবি। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল সাজ্জাদ হোসেন জানান-বৃহস্পতিবার ভোররাতে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির সুবেদার আবু হানিফের নেতৃত্বে বিজিবি টহলদল সন্তোষপুর এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। মনতলা সীমান্ত ফাঁড়ির বিজিবি টহলদল দূর্গানগর এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি ভারতীয় জিরা এবং সাতছড়ির বাজার টিলা এলাকায় অভিযান চালিয়ে ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ২লক্ষ ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এসময় বিজিবি’র উপস্থিতির টের পেয়ে মাদক চোরাকারবারীরা পালিয়ে যায়।