এম এ আই সজিব ॥ হবিগঞ্জে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন হয়েছে। সোমবার সকালে এ মেলার উদ্বোধন করা হয়। সকাল ১০টায় এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারের মেলাস্থলে গিয়ে শেষ হয়।
মেলা উপলক্ষে অনুষ্ঠিত আলাচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মাকসুদুর রহমান পাটোয়ারী, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুর রউফ, হবিগঞ্জ মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ সফিউল আলম চৌধুরী ও এটুআই প্রজেক্টের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মানিক মাহমুদ। জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনায় ছিলেন সহকারী কমিশনার (আইসিটি) শাহরিয়ার জামিল। স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি মোঃ আবু জাহির এমপি দুই দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন ঘোষণা করেন। মেলায় বিভিন্ন ধরনের প্রদর্শনী নিয়ে ২৩টি স্টল অংশ নিচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলা শেষ হবে।