এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকা থেকে সুমন মিয়া (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার নিকট থেকে ২০ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সে ওই গ্রামের সনি মিয়ার পুত্র। সোমবার দিবাগত রাত ১২টার সময় সদর থানার এসআই কেএম রাসেল ও পার্থ রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ওই এলাকা থেকে তাকে আটক করে।