আজিজুল হক নাসির: হবিগঞ্জ জেলার সদর উপজেলার মশাজান ব্রীজের অদূরে খোয়াই নদীতে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে রুবেল মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সদর উপজেলার গোপায়া গ্রামের লাল মিয়ার পূত্র রুবেল মিয়া খোয়াই পাড়ে পাতরে বসে বর্শি দিয়ে মাছ ধরছিলেন বুধবার বিকাল ৩টার সময় মাছে টান দিয়ে পানির নিচে থাকা কোন কিছুতে লাগিয়ে সুতাকে আটকে পেলে। রুবেল মিয়া মাছ ও সুতাকে ছাড়িয়ে আনার জন্য পানিতে ডুব দিয়ে নিখোজ হয়ে যান ।
তার আশপাশে থাকা লোকজন তাকে ভেসে উঠতে না দেখে কয়েক মিনিট পর পানিতে নেমে খোজতে শুরু করেন। খোজাখুজির ৪০ মিনিট পর এক ব্যক্তি রুবেল মিয়াকে পেয়ে উপরে তুলে নিয়ে আসেন এবং তাহার নিস্তেজ দেহ দেখে সকলেরই অনুমান হয় ইতিমধ্যে তার মৃত্যু হইয়াছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতের লাশ তার গ্রামের বাড়ীতেই ছিল।