শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: ট্রেনে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় রেল স্টেশনে এ কর্মসূচি পালন করে বাসদ। এসময় প্রচার পত্র বিলি করা হয়।
বাসদের জেলা সংগঠক শফিকুল ইসলামের সভাপতিত্বে ও এনামুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন মিজানুর রহমান, জসিম উদ্দিন ও মুরাদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, রেলখাতে লোকসান কমানো ও যাত্রীসেবা মান বাড়ানোর নামে রেলের ভাড়া বৃদ্ধির যে সুপারিশ করা হয়েছে তা অযৌক্তিক। এ রকমভাবে ২০১২ সালেও যাত্রীসেবা মান বাড়ানোর নামে রেলের ভাড়া বাড়ানো হয়েছিল।