এম এ আই সজিব ॥ হবিগঞ্জ নিউফিল্ড মাঠে আয়োজিত কৃষি-শিল্প ও বাণিজ্য মেলায় বেড়াতে এসে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার সময় প্রেমিকজুটি ধরাশায়ী হয়েছে। পরে তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সদর উপজেলার জালালাবাদ গ্রামের ফারুক মিয়ার কন্যা রিপা আক্তার (২০) বানিয়াচং উপজেলা সদরের তারাপাশা গ্রামের সাহেদ আলীর পুত্র প্রেমিক জাবের মিয়া (২২) কে নিয়ে মেলায় বেড়াতে আসে। পরে সার্কাসের ভেতরে প্রবেশ করে এবং সকলের অগোচরে একটি ঘরে ঢুকে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার চেষ্টা চালায়। এ সময় লোকজন তাদেরকে আটক করে সদর থানায় খবর দিলে সদর থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।