স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর তেঘরীয়া নবজাগরণ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার দিন ব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
কর্মসূচীর অংশ হিসেবে সকালে কোমল মতি ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও খেলাধুলা অনুষ্টিত হয়। বিকেলে আলোচনা সভা অনুষ্টিত হয়। সংস্থার সভাপতি মোঃ শাহিন আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন আবদাল ও মোঃ সুজন মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেণ হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও স্থানীয় শিশুকানন কিন্ডরি গার্টেনের অধ্যক্ষ মোঃ রহমত আলী।
বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি সদস্য মোঃ তৈয়ব আলী, তেঘরিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়া। সভায় সূচনা বক্তৃতা করেণ সংস্থার সহ-সভাপতি মোঃ জাহেদ আলী মামুন, কুরআন তেলাওয়াত করেণ শিশুকানন কিন্ডার গার্টেনের ৫ম শ্রেণির ছাত্র মোঃ রাহুল মিয়া প্রমূখ। শেষে প্রতিযোগীতার বিজয়ীদে মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।