নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ৩২ তম বার্ষিক সদস্য সভা শায়েস্তাগঞ্জ পৌরসভাস্থ সদর দপ্তর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এ সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করলে জানা যায় ২০১৪-২০১৫ অর্থ বছরে হবিগঞ্জসহ বিভিন্নস্থানে বিদ্যুৎ বিতরণ করে সমিতির লাভ হয়েছে ২ কোটি ১১ লাখ ৯১৯৮৩ টাকা।
গতকাল ২৭ ফেব্রুয়ারি শনিবার আয়োজিত এ সভার শুরুতে বার্ষিক প্রতিবেদন পেশ করেন হপবিস জেলারেল ম্যানেজার মোঃ ছোলায়মান মিয়া, হপবিস পরিচালনা বোর্ডের সভাপতি মোঃ এখলাছুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ সেলিম মিয়া।
কোষাধ্যক্ষের প্রতিবেদন সূত্রে জানা যায়, ২০১৪-২০১৫ অর্থবছরে বিদ্যুৎ বিক্রয় ১১৫,৪৭,৫৯,১২৬.০০, অন্যান্য পরিচালন আয় ৪,৬০,৮০,২৫২.০০, বিদ্যুৎ ক্রয় খাতে ব্যয় ৯০,৭৭,৮১,৭৩১.০০, বিদ্যুৎ বিতরণ ব্যয় পরিচালন ও রক্ষণাবেক্ষণ ৭,৫০,৪১,১০৫.০০, গ্রাহক হিসাব খাতে ব্যয় ৭,২৬,২৯,৮১৩.০০, প্রশাসনিক ও সাধারণ খাতে ব্যয় ৫,৯৫,০৭,৮৯৩.০০, অবচয় এমরটাইজেশন খাতে ব্যয় ৬,৭৪,৩১,০৬০.০০, কর খাতে ব্যয় ৭০,৭৩,৬৮৬.০০, দীর্ঘ মেয়াদী ঋণের সুদ ৩,৯৪,৭১,৮৪৮.০০, অপরিচালন মার্জিন সুদ ২,৮০,৯৭,৭৫৮.০০, অপরিচালন মার্জিন অন্যান্য ৫৩,৪৪,৮৭৭.০০ টাকা। এর মধ্যে মোট ২,১১,৯১.৯৪৩০০ টাকা লাভ হয়েছে।
পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, উপজেলা যুবলীগ সভাপতি ফজল উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, হপবিস পরিচালনা বোর্ডে’র সহ-সভাপতি চৌধুরী মুরাদ আহমদ, সচিব আব্দুল মতিন মাষ্টার, পরিচালক মোঃ নওরোজুল ইসলাম চৌধুরী, সৈয়দ আবু জাফর মোহাদ্দেদ উদ্দিন, কাজী আরিফ উল আম্বিয়া, এডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান , মোঃ শফিউল আলম, মোহাম্মদ মুছা মিয়া, খেলা চক্রবর্তী, সখিনা আক্তার বেগম, মিসেস শাহ কামরুন্নাহার, হপবিস এজিএম (প্রশাসন) আব্দুল হক, এজিএম (সদস্যসেবা) মোঃ মমিনুল হক প্রমুখ।
সভায় নতুন পরিচালকের নাম প্রকাশ ছাড়াও বিদ্যুৎ গ্রাহকদের মাঝে বিভিন্ন পর্যায়ে পুরষ্কার বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে সাংবাদিকসহ শত শত বিদ্যুৎ গ্রাহক অংশগ্রহণ করেন।