বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা মহানগর হাকিম ইমদাদুল হক এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শমসের মবিন চৌধুরীকে বিকেল সাড়ে তিনটার দিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ।
এরপর শাহবাগ থানার পরিদর্শক শহিদুল হক ভূঁইয়া শমসের মবিন চৌধুরীকে ১০ দিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করেন। বিকেলে শুনানি শেষে সাড়ে চারটা দিকে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শাহবাগ থানার জিআরও মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, বৃহস্পতিবার রাতে শমসের মবিন চৌধুরীর স্ত্রী সাহেদা ইয়াসমিন চৌধুরী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, শমসের মবিন চৌধুরীকে ওয়ারেন্ট বা অভিযোগ ছাড়াই বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ। তখন তিনি তার বনানী ডিওএইচএসের বাসায় অবস্থান করছিলেন।
এরপর রাত ১২টা ১০ মিনিটে শমসের মবিন চৌধুরীকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শুক্রবার বিকেলে তাকে আদালতে নিয়ে যাওয়া হয়।