এম এ আই সজিব ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর এলাকার ‘মা’র কোম্পানী লিমিটেড এর বর্জ্যে আশপাশের গ্রামগুলোর পরিবেশ বিনষ্ট হচ্ছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার গ্রামবাসি বিক্ষোভ প্রদর্শন করেছেন। পরে তারা জেলা প্রশাসক কার্যালয়ে অভিযোগ নিয়ে আসলে বর্জ্যে বন্ধ করার আশ্বাস দেন জেলা প্রশাসক সাবিনা আলম।
এ প্রেক্ষিতে গ্রামবাসি বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেয়। তবে অনতিবিলম্বের ওই কোম্পানীর বর্জ্যরে বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলেও কঠোর কর্মসুচি গ্রহণের হুশিয়ারী দেন। গ্রামবাসিরা জানান, সম্প্রতি ওই এলাকায় গড়ে উঠা মা’র কোম্পানীতে বর্জ্য শোধনাগার না থাকায় এর বর্জ্য গ্রামের যত্রতত্র ফেলা হচ্ছে। শুধু তাই নয়, ওই কোম্পানীর বর্জ্য পার্শ্ববর্তী সুতাং ও সোনাই নদীতে গিয়ে পড়ছে। ফলে নোয়াপাড়া, শাহপুর, হরিতলা, ভবানীপুর, শিবপুর, আলীনগর, বাঘাসুরা, রতনপুর, ছাতিয়ানসহ বেশ কয়েকটি গ্রামের গবাদিপশু, পুকুর এবং নদীর মাছ মরে যাচ্ছে।
নদীর পানি দুষিত হয়ে রোগ বালাই ছড়িয়ে পড়ছে। জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। ইতোপূর্বে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপাসহ বিভিন্ন সংগঠন ওই কোম্পানীর বর্জ্য পরিবেশ দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালণ করেন।
এরপরও ওই কোম্পানী এর কোন প্রতিকার করছে না। গতকাল এর প্রতিবাদে উল্লেখিত গ্রামবাসির পক্ষে উসমান গণি বেনু, নয়ন আহমেদ হেলিম, বাবুল আহমেদ বাবুল, শানু সরকার, মিনহাজ, শহীদুল ইসলাম, এডভোকেট ফারুকুর রহমানসহ ৫ শতাধিক লোক জেলা প্রশাসক অফিসে বিক্ষোভ প্রদর্শন করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj