হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে চার শিশুকে অপহরনের পর শ্বাসরোধে হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত মামলার রহস্য উৎঘাটন ও দ্রুততম সময়ের মধ্যে আসামীদেরকে গ্রেফতার করায় জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ মোকতাদির হোসেনকে পদক প্রদান করা হয়েছে।
বুধবার ডিআইজি কার্যালয়ের সভা কক্ষে অনুষ্টিত মাসিক ক্রাইম সভায় পদকপ্রাপ্ত ওসি মোঃ মোকতাদির হোসেনের হাতে ক্রেষ্ট, সম্মাননা ও নগদ অর্থ তোলে দেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মিজানুর রহমান পিপিএম।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. মোহাম্মদ আক্কাছ উদ্দিন ভূইয়া, হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার পুলিশ সুপারসহ পুলিশ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা।
পদক প্রদানকালে ডিআইজি মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, চৌকস অফিসার মোকতাদির আমাদের পুলিশ বিভাগের গর্ব। তার আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে সল্প সময়ের মধ্যেই বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামে নির্মমভাবে চার শিশুকে হত্যার মূল রহস্য উৎঘাটন করতে সক্ষম হয়েছে। আসা করি তার এই কর্মদক্ষতা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে। একমাত্র পুলিশ বাহিনীর পক্ষেই সম্ভব দ্রুত সময়ের মধ্যে অপরাধ দমন করা।
তিনি হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মোকতাদির হোসেন রিপনের ভূয়শী প্রশংসা করে তার উজ্জল ভবিষ্যত কামনা করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj