মোঃ রহমত আলী ॥ হবিগঞ্জ জেলার হাওর-বাওরের বিস্তৃর্ণ এলাকাজুড়ে বোরো ফসলের মাঠে ঘন শ্যামল সবুজের সমাহার। ঋতুরাজ বসন্তের দক্ষিণা বাতাসে ধেয়ে আসা সবুজের ঢেউ যেন দোল খায়। চলতি মওসুমে বোরো ধানের বম্পার ফলন হয়েছে। মাঠে ধানের শীষ বেড়িয়ে আসতে শুরু হয়েছে। তবে অনুকূল আবহাওয়া জেলায় ৪ লক্ষাধিক মেট্রিক টন চাউল উৎপাদন সম্ভাবনা করছে সংশ্লিষ্ট কৃষি বিভাগ। শতকে ৪০ কেজি ধান উৎপাদনের সম্ভাবনায় চায়না প্রযুক্তিতে দেশে উদ্ভাবিত উচ্চ ফলনশীল (হাইব্রীড) জাতের ধান আবাদে করছেন কৃষক কৃষাণীরা।
কৃষকরা জনায়, বর্তমানে জমিতে বেশি ধান উৎপাদনে গুরুত্বপূর্ণ সময় হলো বোরো মওসুম । এসময় ধানের সর্বোচ্চ ফলন উৎপাদন করা সম্ভব হয়। এর মধ্যে হাইব্রীড জাতের ধান শতকে ৪০ কেজি পর্যন্ত ফলন হয়ে থাকে, তাই হাইব্রীড ধান আবাদে তাদের আগ্রহ বেশী। কিন্তু বিআর ২৯ জাতের ধান আবাদ করলে ওই পরিমান জমিতে সর্বোচ্চ ২০ থেকে ২২ কেজি পর্যন্ত ফলন হয়। তারা জানায় হীরা ২, হীরা ৫, ময়না, টিয়া, এসিআই, আফতাব ১০৭ ও ১০৮জাতের হাইব্রীড ধান আবাদ বেশি করা হয়েছে। এছাড়াও বাংলাদেশ রাইস (বি আর) ২৮, ২৯ জাতের ধান আবাদ করা হচ্ছে। অনুকূল আবহাওয়া উৎপাদনের লক্ষ্য মাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা করছেন তারা।
কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, চলতি বোরো মওসুমে জেলায় ১লাখ ১৩ হাজার হেক্টরের বেশি জমিতে বোরো আবাদ করা হয়েছে। এর মধ্যে শতকরা ৩৫ ভাগ জমিতে হাইব্রীড জাতের ধান আবাদ করছেন কৃষক। তবে ভাটি অঞ্চলের উর্বরশীল জমিতে প্রায় শতকরা ৬০ ভাগের বেশি হাইব্রীড আবাদ হচ্ছে। এদিকে জেলার বিভিন্ন এলাকায় নতুন উচুঁ স্থানে কৃষক সেচের পানি নিয়ে চাষাবাদ শুরু করছেন। কৃষি বিভাগ জানায়, জেলার কোথাও বোরো ধানে ক্ষতিকর প্রাভাব পরেনি। এখন মাঠে ধানের শীষ বেড়িয়ে আসতে শুরু হয়েছে। কিছুদিন পর থেকে হাইব্রীড ও বিআর ২৮ জাতের ধান কর্তন প্রক্রিয়া শুরু হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj