স্টাফ রিপোর্টার ॥ সাতছড়ি জাতীয় উদ্যানে বাচ্চাসহ একটি বিপন্ন প্রজাতির চশমাপড়া হনুমানের শোক কাটতে না কাটতে লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিরল এক সাপকে গাড়ির চাকায় চাপা পিষ্ট হয়ে মারা যেতে দেখা গেলো।
বৃহস্পতিবার সকালে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর অবস্থিত শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কটি অতিক্রমের সময় সাপটি চাপা পড়ে। সাপটির বাংলা নাম হলুদ-ফোঁটা ঘরগিন্নি। বাংলাদেশ পাইথন প্রজেক্টের মাঠকর্মী স্বপন দাস এ ছবিগুলো তুলেছেন। তিনি জানান, সাপটির শরীরের তিনটি স্থানে জখম ছিলো। এ বিষয়ে যোগাযোগ করা হলে সরীসৃপ-প্রাণী গবেষক শাহরিয়ার সিজার রহমান বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। আমাদের সংরক্ষিত বন্যপ্রাণী বিচরণ এলাকায় চালক একটু সচেতন হয়ে আরেকটু দায়িত্বশীল হয়ে গাড়ি চালালে হয়তো বন্যপ্রাণীগুলো প্রাণে বেঁচে যেতো। সাপ প্রসঙ্গে তিনি বলেন, হলুদ-ফোঁটা ঘরগিন্নি সাপটি সম্পূর্ণ বিষমুক্ত।
ঢাকা ও সিলেট বিভাগে রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় এ সাপ পাওয়া গিয়েছিলো। তবে চট্টগ্রামে কখনো পাওয়া গিয়েছে বলে রেকর্ড নেই। থাকলেও থাকতে পারে। সাপের প্রজনন মৌসুম সম্পর্কে শাহরিয়ার সিজার বলেন, শীতকালে যে সাপগুলো ডিম পেরেছিলো সেগুলো এখন বাচ্চা। অর্থাৎ বর্ষার শুরুতে বের হবে। এখন যে সাপগুলো ব্রিডিং (প্রজনন) করবে তাদের বাচ্চা বের হবে বর্ষার শেষের দিকে। যেমন-ঢোঁড়া সাপ ডিম পাড়ে ডিসেম্বরের দিকে, ফেব্র“য়ারি-মার্চ অর্থাৎ এখন তাদের বাচ্চাগুলো বেরিয়ে পড়বে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj