শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নির্দিষ্ট কালের অবরোধে চলাকালে শায়েস্তাগঞ্জে গাড়ি পোড়ানোর অভিযোগে পৌর যুবদলের সভাপতি হাজী আব্দুল মজিদ কাউন্সিলর, সাধারণ সম্পাদক কামরুল হাসান রিপনসহ ২০ দলীয় জোটের ১৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। এ মামলায় পুলিশ ৪জনকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, ১১ জানুয়ারি রবিবার সকাল ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের বিরামচর নামক স্থানে মহাসড়কে পল্লীবিদ্যুতের খুটি দিয়ে ব্যারিকেট সৃষ্টি করে অবরোধকারীরা একটি মাছ বোঝাই ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এই অভিযোগে যুবদল নেতা সবুজ মিয়া, কিম্মত আলী, ছাদ্দাম হোসেন ও শাহ আলমকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে।
পরে এএসআই আতিকুর রহমান বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৭ এর ১৬ (২)/২৫ ধারায় মামলা দায়ের করে। মামলার পলাতক অন্যান্য আসামীরা হলেন যুবদল নেতা খোকন শাহী ধন, মখলিছ মিয়া, শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, রোশন মিয়া, সৈয়দ রিমেল রহমান, ফজলুল করিম মেম্বার, জামাত নেতা ইয়াছির খান, মনিরুল হক রানা, আব্দুল মজিদ, সাহাব উদ্দিন, সহকারী অধ্যাপক হাজী ফিরোজুল ইসলাম চৌধুরী, মহসিন মিয়া, ইউনুছ মিয়া।