এম এ আই সজিব ॥ লাখাই উপজেলার সিংহগ্রামের চাঞ্চল্যকর বকুল হত্যা মামলার আটককৃত অন্যতম আসামী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম ওরফে আলমকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বুধবার দুপুরে সিআইডি পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পর তাকে হবিগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় তাকে বুল্লা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে তেঘরিয়া গ্রামের আলহাজ্ব শফিকুল ইসলাম জজ মিয়ার পুত্র। আমিরুল ইসলাম আলম বর্তমানে এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছে।
সূত্র জানায়, গত বছরের ১৯ জুলাই বুল্লা বাজারে ফল কেনাকে কেন্দ্র করে ঝগড়ার প্রেক্ষিতে আসামী আলমসহ তেঘরিয়া, পশ্চিম বুল্লা মৌবাড়ি ও সুনেস্বর গ্রামের ৪০ জন নেতৃস্থানীয় লোক মসজিদে বসে শপথ করে সিদ্ধান্ত নিয়ে হাজার হাজার সশস্ত্র লাঠিয়াল নিয়ে সিংহগ্রামে আক্রমণ করে বকুল ও কদম আলী নামে দুই ব্যক্তিকে ঘটনাস্থলেই নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় লাখাই থানার পুলিশ সদস্যও আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে। ওই ঘটনায় পুলিশ এসল্ট মামলা হয়, যার নং জিআর ১১৬/১৫ইং (লাখাই)। আলম ওই মামলার এজাহার নামীয় আসামী। ঘটনার পরপরই আলম পুলিশের হাতে গ্রেফতার হলেও রহস্যজনক কারণে ওই মামলায় চালান না দিয়ে তাকে ৫৪ ধারায় কোর্টে চালান দিলে সহজেই জামিনে ছাড়া পান।
পরবর্তীতে বকুল হত্যা মামলাটিসহ কদম আলী হত্যা মামলা দীর্ঘদিন লাখাই থানায় তদন্তাধীন থাকার পর চাঞ্চল্যকর হত্যা মামলা হিসাবে তদন্তের জন্য সিআইডিতে স্থানান্তর করা হয়। এ ব্যাপারে সিআইডি ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক জানান, অচিরেই আটক আসামীর বিরুদ্ধে রিমা-ের আবেদন করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj