এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৩ নং তেঘরিয়া ইউনিয়নে শিকারপুর গ্রামে নির্বাচনী সহিংসতায় বিজয়ী ও পরাজিত দুই মেম্বারপ্রার্থী ও তাদের সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে ১৫ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আহত সুত্রে জানা যায়, পরাজিত ধলাই মেম্বারের সাথে বিজয়ী মেম্বার তাজুলের সমর্থকদের মাঝে বাকবিত-ার জের ধরে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় আজিম উদ্দিন (২০),ইকবাল হোসেন (৩০), মোঃ সায়েদুর রহমান (২২), সামছুদ্দিন (৪০), মোঃ মারুফ (৪০), রিয়াজ উদ্দিন (২৮), লাল মিয়া (৫০), আঃমতিন (২৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।