হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নে নির্বাচন পরবর্তী বিরোধ নিয়ে বিজয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর লোকদের মধ্যে সংঘর্ষের ঘটনা সালিশে নিষ্পত্তি হয়েছে।
শনিবার (২৫ জুন) সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এডভোকেট মোঃ আবু জাহির এমপির সভাপতিত্বে এ সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, অতিরিক্ত পিপি এডভোকেট আব্দুল আহাদ ফারুক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়ালকে সদস্য করে একটি বোর্ড গঠন করা হয়।
বোর্ড সদস্যদের প্রস্তাবের ভিত্তিতে সালিশ বৈঠকের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি পরাজিত চেয়ারম্যান প্রার্থী সাহেব আলীকে ৪ লাখ টাকা এবং বিজয়ী চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মঈনুল হোসেন আরিফকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেন। আর এ জরিমানার টাকা সংঘর্ষে আহত ব্যক্তিতের চিকিৎসা বাবত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দেওয়া হবে বলে সালিশে রায় ঘোষণা করা হয়।
সভাপতির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, নির্বাচন আমাদের দেশে একটি সার্বজনীন উৎসব। নির্বাচন উপলক্ষে অনেক উৎসাহ উদ্দীপনার পর যেদিন নির্বাচন, সেদিনই এই উৎসবের পরিসমাপ্তি। কিন্তু এই নির্বাচনকে ঘিরে সহিংসতা খুবই দুঃখজনক। এইসব সহিংসতার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতিসহ প্রাণহানীর আশঙ্কাও থাকে। তাই আসুন ধৈর্য্য সহকারে আমাদের নিজ নিজ অবস্থান শান্তিপূর্ণ রাখি।
সালিশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক, সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবিদুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা, সাবেক ইউপি চেয়ারম্যান আকরাম আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, আইনজীবীসহ স্থানীয় মুরুব্বীয়ান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj