হবিগঞ্জ প্রতিনিধি: ভারতের শিলং নিয়ন্ত্রিত এন্ডিং জুয়া খেলা, আজমিরীগঞ্জে প্রতিদিন লাখ লাখ টাকার খেলা হচ্ছে। এ খেলায় দুই অর্থ সংগ্রহকারীর মাঝে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের ঘটনায় এক জনকে আটক করেছে পুলিশ।
জানাযায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার লঞ্চঘাট রোডের মুন সিনেমাহল এলাকায় প্রতিদিন লাখ লাখ টাকার এন্ডিং জুয়া খেলা চলছে। এখানে আয়োজক মোট ছয়জন সাব এজেন্ট রয়েছে। তাদের অধীনে অর্থ সংগ্রহকারীর সংখ্যা প্রায় ২৫/৩০ জন। তবে ভারতের শিলং রাজ্যের তীর এসোসিয়েসন নামের একটি সংগঠন জুয়া খেলার মূল নিয়ন্ত্রণকারী।
এ ছাড়া সিলেটের সীমান্ত এলাকা কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ ও জৈন্তাপুরের জাফলংয়ে রয়েছে মূল এজেন্ট। আজমিরীগঞ্জ এন্ডিং জুয়া খেলা চলছে প্রায় ৫ মাস যাবত।
প্রথমদিকে গোপনে চালালেও বর্তমানে এটি ওপেন সিক্রেট। বিশেষ করে এলাকার দিনমুজুর,শ্রমজীবী সহ শত শত মানুষ রাতারাতি নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্যবস্থায় হয়ে পড়েছে।
এদিকে সোমবার (২৭ জুন) দুপুরে পৌর এলাকার মুন সিনেমা হল এলাকায় জুয়ার অর্থ সংগ্রহকারী একই এলাকার শরীফনগর গ্রামের বাসিন্দা কামাল মিয়ার পুত্র শাওন মিয়া (৩২) ও নয়াবাড়ি গ্রামের বাসিন্দা আব্দুল করিম মিয়ার পুত্র পিন্টু মিয়া (৩৩) ‘র মাঝে অর্থ সংগ্রহ নিয়ে বাক-বিতন্ডা বাঁধে। এক পর্যায়ে উভয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে আশপাশের লোকজন এসে নিয়ন্ত্রণ করে।
এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বিকেলে পুলিশ একই এলাকার শাওন নামে এক যুবককে আটক করেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj