এম এ আই সজিব ॥ শহরের অনন্তপুর থেকে কোরআনের হাফেজ আব্দুল মালেক (২৭) নামে এক যুবক ৫ মাস ধরে নিখোঁজ হয়ে গেছে। নিখোজের প্রায় ৫ মাস পর থানায় একটি সাধারণ ডায়েরী করেছে তার পিতা। তবে নিখোঁজ ব্যক্তি মাঝে মধ্যে তার স্ত্রীর সাথে বিভিন্ন অপরিচিত মোবাইল ফোন থেকে আলাপ-আলোচনা করেছেন। তবে তিনি কোন স্থান থেকে আলাপ করছেন বিষয়টি তার স্ত্রীকে জানায়নি। একেক সময় একক স্থান থেকে আলাপ করছেন। আর পুলিশ জানিয়েছেন তার নিখোঁজ হওয়ায় বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ শহরের পূর্ব অন্ততপুর এলাকার আব্দুল খালেকের ছেলে আব্দুল মালেক ওরপে লিটন মিয়া ৫ বছর পূর্বে সদর উপজেলার পইল সাহেব বাড়ি হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করে কোরআনের হাফেজ হন। হাফিজিয়া পাশ করার পর তিনি বাহুবল উপলেজলার নন্দনপুর এলাকায় বিয়ে করে হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকায় নিজ বাড়িতে বসবাস শুরু করেন। এক পর্যায়ে তিনি কোন মসজিদ-মাদ্রাসায় চাকুরী না নিয়ে ক্ষুদ্র ব্যবসা শুরু করেন। তার ৩ বছরের একটি কন্যা সন্তানও রয়েছেন। এ বছরের ফেব্র“য়ারী থেকে হঠাৎ নিখোজ হয়ে যান। নিখোজের ৩ মাস পর হঠাৎ তিনি বরিশাল থেকে একটি মোবাইল ফোন দিয়ে তার স্ত্রীর সাথে ফোনে কথা বলেন। কথা বলার এক পর্যায়ে তিনি বিপদে আছে বলে তার স্ত্রীকে জানায় তবে কোন সুনির্দিষ্ট ঠিকানা জানায়নি। মাঝে মধ্যে বেশ কয়েকবার তার স্ত্রীর সাথে আলাপ করে আসছে। তবে কখনো নিজেকে ঢাকায় অবস্থান করছে আবার কখনো চট্টগ্রামে কিংবা বরিশালে আছে বলে আলাপকালে তার স্ত্রীকে জানায়। এদিকে তার সন্ধানে তার পরিবারের লোকজন দেশের বিভিন্ন স্থানে খোজাখুজি করেও কোন সন্ধান পায়নি। সম্প্রতি দেশব্যাপী জঙ্গিতৎপরতা বেড়ে যাওয়ার কারনে গত ১৮ জুলাই নিখোজ আব্দুল মালেকের পিতা আব্দুল খালেদ সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ডায়রী নং ৭৭৩/১৬। ডায়রীতে তিনি উল্লেখ করেন নিখোজ আব্দুল মালেক তার স্ত্রী আপিয়া আক্তারের সাথে ঝগড়া করে কাউকে না বলে বাড়ি থেকে চলে যান। এ ব্যাপারে আব্দুল খালেক জানান, আমার ছেলে ব্যবসা করার পর থেকে বেশ কয়েক লাখ টাকা ঋণ গ্রহন করে তবে আমি আমার জায়গা সম্পত্তি বিক্রি করে ঋণ পরিশোধ করেছি। কি কারনে সে বাড়ি থেকে চলে গেছে আমি জানি না। তবে তার কোন সন্ধান পেলে আমি তাকে ফিরিয়ে নিয়ে আসব। তিনি আরো বলেন আমার ছেলে কোরআনে হাফেজ কোথাও চাকুরী না পেয়ে চাউলের ব্যবসা শুরু করেন। হঠাৎ করে সে নিখোজ হয়ে যায়। নিখোজের আগে তার স্ত্রীর সাথে জগড়া করছে বলেও তিনি জানান। তিনি বলেন তার ৩ বছরের কন্যা জান্নাত এখন তার বাবা আব্দুল মালেকের অপেক্ষায় আছে।
নিখোজ আব্দুল মালেকের স্ত্রী আফিয়া আক্তার জানান, নিখোজের ৩ মাস পর রাতে হঠাৎ একদিন ফোন করে তার সাথে আলাপ করেছেন। সর্বশেষ ঢাকা থেকে দুইমাস পূর্বে একটি অপরিচিতি ফোন থেকে তার সঙ্গে কথা কয়েছে। তবে কথা বলার এক পর্যায়ে তিনি লাইন কেটে দেন। এর পর আর কোন খবর পাওয়া যায়নি। তবে তার সাথে কোন ধরনের ঝগড়া হয়নি বলে তিনি জানিয়েছেন। তার ধারনা ঋনের টাকা পরিশোধ করতে না পারায় হয়তো বাড়ি থেকে চলে গেছেন। এলাকার বেশ কয়েকজন জানিয়েছেন আব্দুল মালেক হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে। তবে কি কারনে সে নিখোঁজ হয়েছে এর কোন সুনির্দিষ্ট কারন তারা জানেনি। তবে সে ছেলে হিসেবে ভাল ছিল বলে এলাকাবাসি জানিয়েছেন। আবার অনেকেই বলেছেন ঋনের টাকা পরিশোধ করতে না পারায় হয়তো আত্মগোপনে রয়েছেন।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, মালেক নিখোজের বিষয়টি পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। তার সাথে কোন জঙ্গি কানেকশন আছে কিনা পুলিশ খতিয়ে দেখছে। তিনি জানান পুলিশের প্রাথমিক ধারনা ঋনের টাকা পরিশোধ করতে না পারায় বাড়ি থেকে পালিয়ে গিয়ে আত্মগোপনে রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj