হামিদুর রহমান,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
”সন্ত্রাস নয়,শান্তি চাই শংকামুক্ত জীবন চাই”এই প্রতিপাদ্য নিয়ে মাধবপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত একযোগে এ কর্মসূচী পালিত হয়।
এ উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যাল মঞ্জুরি কমিশনের নির্দেশে ধর্মঘর ডিগ্রি কলেজের ছাত্র/ছাত্রী ও শিক্ষক/শিক্ষিকাদের অংশগ্রহণে বিশাল মানবন্ধন ধর্মঘর- হরষপুর সড়কের ধর্মঘর বাজারে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন ধর্মঘর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলী আজগর,সহকারী অধ্যাপক সফিকুল ইসলাম, বদরুনাহার সেলিনা রইছ মিয়া, প্রভাষক আঃ আলীম,আবু কাউছার প্রমুখ।
এছাড়াও ইটাখোলা সিনিয়র আলিম মাদরাসার ছাত্র/ছাত্রী-শিক্ষক/শিক্ষিকার অংশগ্রহণে ঢাকা-সিলেট মহাসড়কে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।পরে মাদরাসা প্রাঙ্গনে গভর্ণিংবডির সভাপতি আব্দুল আউয়াল শাহ লিটনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ জহির উদ্দিন, শিক্ষানুরাগী সদস্য বিলাল আহমেদ চকদার, মোঃ আব্দুল ওয়াহেদ, এবিএম আল-আমীন চৌধুরী, মোঃ সাজ্জাদুর রহমান, মাওলানা মোঃ আতাউল্লাহ, মোহাম্মদ মহিউদ্দিন, মাওলানা মোঃ আলাউদ্দিন ভুঁইয়া, মাওলানা সিদ্দিকুর রহমান, এসএএম আব্দুল্লাহ, কাজী মাওলানা নুরুল ইসলাম, মাওলানা মোঃ আব্দুল আলী, মোঃ জসিম উদ্দিন প্রমূখ।
এছাড়া উপজেলার মনতলা শাহজালাল বিশ্ববিদ্যালয় কলেজ, সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ, সৈয়দ সঈদ উদ্দিন স্কুল এন্ড কলেজ, জগদিশপুর জেসি হাইস্কুল এন্ড কলেজ, চৌমুহনী খুর্শিদ হাইস্কুল এন্ড কলেজ, সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়, ছাতিয়াইন বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়, শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়, মাধবপুর আদর্শ নি¤œ মাধ্যমিক বিদ্যালয়,মনতলা অপরুপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তন দেবপুর বালিকা উচ্চ বিদ্যালয়,মনতলা উচ্চ বিদ্যালয়,সাহেবনগর উচ্চ বিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।