নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলস্টেশন থেকে পকেটমার সন্দেহে চার যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
রবিবার দিবাগত রাত ১টার দিকে রেল প্লাটফর্ম থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হল- শ্রীমঙ্গল উপজেলার পুরপাশা গ্রামের ইমান আলীর পুত্র রাসেল (১৯), আগারপুর গ্রামের বাচ্চু মিয়ার আলীর পুত্র জুয়েল মিয়া (১৯), খাসগাও গ্রামের মানিক মিয়ার পুত্র আল আমিন (১৮) ও হবিগঞ্জ সদর উপজেলার কামরানপুর গ্রামের তপু মিয়ার পুত্র শিপন মিয়া (২০)।
শায়েস্তাগঞ্জ পৌরকাউন্সিলর মোঃ মাখন মিয়া জানান, রবিবার রাতে শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে তাদের ঘুরাফেরা সন্দেহজনক হলে আটক করে রেলওয়ে পুলিশে সোপর্দ করা হয়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এটিএসআই আব্দুর রউফ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদেরকে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় প্রেরণ করা হয়েছে।