চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে গালিব মতিন ইসলামিক ওয়েলফেয়ার শিক্ষা ট্রাস্টের উদ্যোগে ও দাখিল মাদ্রাসার আয়োজনে রানীগাঁও দাখিল মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে এ উপলক্ষে এক আলোচনা সভা অুনুষ্ঠিত হয়েছে।
সভায় গালিব মতিন ইসলামিক ওয়েলফেয়ার শিক্ষা ট্রাস্টের পরিচালক আলহাজ্ব মোঃ আজিজুর রহমান মানিক মাষ্টারের সভাপতিত্বে ও উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাসুক মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আর্ন্তজাতিক অপরাধ ট্র্রাইব্যুনালের প্র্রসিকিউটর ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, দেওরগাছ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুন্নাহার চৌধুরী, মিরাশী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান রমিজ উদ্দিন, রানীগাঁও ইউপি চেয়ারম্যান নরুল মনিম ফারুক, রানীগাঁও দাখিল মাদ্রাসার সুপার আমিনুল চৌধুরী কাউছার, মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল কুদ্দুছ মাখন চকদার, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি নিজাম উদ্দিন চৌধুরী উস্তার, সদস্য সাংবাদিক এসএম সুলতান খান,চুনারুঘাট থানার ওসি তদন্ত ইকবাল হোসেন, গাজীপুর ইউপি যুবলীগ নেতা জসিম উদ্দিন।
সভায় মাদ্রাসার ২৪ জন শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ২শ টাকা করে বৃত্তি প্রদান করা হয়।