হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আলমপুর গ্রামে বিয়ে বাড়ির খাবার খেয়ে মহিলাসহ প্রায় ৩০ বরযাত্রী অসুস্থ হয়ে পড়েছে।
গত শুক্রবার ওই গ্রামের ফজলুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
অসুস্থ হওয়া রোগীরা জানান, শুক্রবার জুম্মার নামাজের পর ফজলুর রহমানের কন্যা মর্জিনার বিয়ে ছিল হবিগঞ্জ সদর উপজেলার মির্জাপুর গ্রামের এক যুবকের সাথে। বিয়েতে বিভিন্নস্থানে অতিথিরা আসে। খাওয়া শেষে কন্যা বিদায়ের পর হঠাৎ কনের বাড়িতে আসা অতিথিরা অসুস্থ হয়ে পড়ে।
এতে রোজিনা বেগম (৪০), রিপা আক্তার (২০), আয়াত আলী (৪০), শাহ আলম (২০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ অন্যান্যদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অসুস্থদের মাঝে বরের বাড়ির লোকজনও রয়েছে বলে তারা জানান।