হবিগঞ্জ: হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার এলাকার পুরান খোয়াই ব্রীজ থেকে খোয়াই নদীতে পড়ে সাগর মিয়া (১০) নামে এক শিশু নিখোজ হয়েছে। সে উমেদনগর এলাকার মৃত আলম খা এর পুত্র।
সোমবার (১৫ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে সাগর মিয়া চৌধুরী বাজার এলাকার পুরান খোয়াই ব্রীজের রেলিংয়ের উপর আরো কয়েকজনের সাথে বসে ছিল। এসময় হঠাৎ সে ব্রীজের রেলিং থেকে নিচে নদীতে পড়ে যায়। পরে আশেপাশে থাকা লোকজন বিষয়টি দেখতে পেয়ে নদীতে নেমে খুজাখোজি করে ব্যর্থ হয়।
নিখোজের মা আছিয়া খাতুন জানায়, সোমবার দুপুরে ১টার দিকে সে বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি থেকে বের হয়। এবং নিখোজ হওয়ার ঘন্টাখানেক পূর্বে তার সাথে শেষ দেখা হয়।
স্থানীয়রা জানায় সে নেশাগ্রস্থ অবস্থায় ছিল, সাগর ড্যান্ডি নামক মাদক নিয়মিত সেবন করত। তার সাথে থাকা তার অন্যান্য বন্ধুরাও ড্যান্ডি গ্রহন করত। সে নদীতে পড়ে যাওয়ার পর সে যে স্থানে বসে ছিল সেই স্থান থেকে ড্যান্ডির কৌটা পাওয়া যায়।