কামরুজ্জামান আল রিয়াদ,দৈনিক শায়েস্তাগঞ্জ: আজ ভয়াবহ ২৭ জানুয়ারি এ দিন শাহ এএমএস কিবরিয়ার জনসভায় গ্রেনেড হামলায় নিহত শায়েস্তাগঞ্জের লস্করপুর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা আবুল হোসেনের পরিবারের কান্না এখনও থামেনি। দুঃসহ স্মৃতি বুকে ২৫ জানুয়ারি শায়েস্তাগঞ্জের লস্করপুর গ্রামের বাড়িতে এ প্রতিবেদকের উপস্থিতিতে নিহত আবুল হোসেনের স্ত্রী খুদেজা খাতুন, ছেলে আবদুল মতিন কান্নায় ভেঙে পড়েন। তাদের আহাজারিতে প্রতিবেশীরা জড়ো হয়ে কান্নায় সামিল হলে কিছুক্ষণের জন্য অন্য সব থেমে যায়। খুদেজা খাতুন বলেন, ঘটনার দিন ২৭ জানুয়ারি দুপুরে খাওয়া-দাওয়া শেষে তার স্বামী আবুল হোসেন বাজার করার জন্য একটি থলে হাতে ঘর থেকে বের হওয়ার সময় কিবরিয়া সাহেবের জনসভা শেষে বাজার নিয়ে ফিরার কথা বলে যান। কিন্তু বাজর নিয়ে আর তার ফেরা হয়নি। আর সেদিন থেকে খুদেজা খাতুনের নিত্যসঙ্গী হয়ে উঠে কান্না। ২৭ জানুয়ারি ২০০৫। ওই দিন বিকালে বৈদ্যারবাজারে লস্করপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক জনসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই আসনের সংসদ সদস্য সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। জনসভায় বিপুলসংখ্যক লোকের সমাগম ঘটে। জনসভা শেষও হয়। তখন বিদায়ের পালা। সন্ধ্যার অন্ধকার চারদিকে। জনসভা স্থল বৈদ্যারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে হাসি মুখে বিদায় নিলেন প্রধান অতিথিসহ বিশেষ অতিথিরা। বিদ্যালয় গেট থেকে কয়েক কদম সামনে আসতেই বিকট শব্দ। সঙ্গে চোখ ধাঁধানো আগুনের ফুলকি। আর সন্ধ্যার অন্ধকার বিদীর্ণ করা আÍচিৎকার। শাহ এএমএস কিবরিয়াসহ লুটিয়ে পড়লেন শতাধিক মানুষ। মৃত্যুর কোলে ঢলে পড়লেন ৩ জন। আহত হয় অর্ধশত। এর মধ্য থেকে গুরুতর আহত কিবরিয়াসহ ৫ জনকে ঢাকায় পাঠানো হয়। ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবে মৃত্যুর কোলে ঢলে পড়েন আবুল হোসেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj