চুনারুঘাট প্রতিনিধি : মাধবপুর উপজেলার রাজাকার তালিকার ৬ নং তালিকার ১২ নং রাজাকার উপজেলার বেঙ্গাডুবা গ্রামের মৃত ইন্তাজ উল্লার পুত্র দিলু মিয়া(৬৮) ওরফে জিলু রাজাকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করায় মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা নুর ইসলামের ভাতা আটক করা হয়েছে।
চুনারুঘাট উপজেলার গাদিশাল গ্রামের মৃতঃ সোনা মিয়ার পুত্র মুক্তিযোদ্ধা নুর ইসলাম এ প্রতিনিধিকে জানান,১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে অবস্থানকারী রাজাকার সৈয়দ কায়সার এর সহচর জিলু রাজাকার অনেক অপকর্ম করেছে এবং তারই গুলিতে আহত হয়েছিলেন মুক্তিযোদ্ধা নুর ইসলাম।
এর বিচার চেয়ে তিনি ১২/০৬/২০১৬ ইং তারিখে আন্তর্জাতি অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
মামলা করার পর থেকেই জিলু রাজাকার উনার মান্য স্বাক্ষীগণ ও উনাকে বিভিন্ন ভাবে হুমকি দুমকি দিতে শুরু করে।
অর্থের প্রভাব খাটিয়ে বিভিন্ন মহল থেকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে।
কিন্তু তিনি মামলা তোলার প্রস্তাবে রাজী না হওয়ায় দিলু মিয়া হবিগন্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মাদ আলী পাঠানকে দিয়ে মামলা তুলে নেওয়ার সুপারিশ করায়।
মুক্তিযোদ্ধা নুর ইসলাম কমান্ডার মোহাম্মদ আলী পাঠানের প্রস্তাবেও রাজী না হওয়ায় কমান্ডার তাঁর উপর ক্ষিপ্ত হয়ে তাঁর ভাতা আটক করতে সোনালী ব্যাংক চুনারুঘাট শাখাকে বলেন। মুক্তিযোদ্ধা নুর ইসলাম চেক নিয়ে সোনালী ব্যাংক চুনারুঘাট শাখায় গেলে ব্যাংকের ম্যানেজার জেলা কমান্ডার তাঁর ভাতা আটক করতে বলেছেন বলে টাকা না দিয়ে চেক ফেরত দেন।
এ ব্যাপারে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী পাঠানের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,মুক্তিযোদ্ধা নুর ইসলাম কারো কাছ থেকে টাকা নিয়ে জিলু রাজাকারের উপর মিথ্যা মামলা করেছেন। শুধু ভাতা আটকই নয় আগামী ২০ সেপ্টেম্বর তার চেয়েও কঠিন শাস্তি পাবেন মুক্তিযোদ্ধা নুর ইসলাম। ভাতার সাথে মামলার কি সম্পর্ক তা জানতে চাইলে তিনি এ ব্যাপারে আর কথা বলতে নারাজ বলে ফোন কেটে দেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj