নিজস্ব প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্র পরিচালনায় নয়া কমিটি গঠন করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় মিরপুর ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন লিয়াকত নতুন সভাপতির দায়িত্ব গ্রহনকালে স্বাস্থ্যকেন্দ্রের সমস্যা দুরিকরণসহ এলাকাবাসীর চিকিৎসা সেবার মান বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা মা-মনির কো-অর্ডিনেটর সৈয়দ ছালিক আহমদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. ইকবাল আহমেদ চৌধুরী, মা-মনির জহিরুল ইসলাম, পরিবার পকিল্পনা সহকারী পরিদর্শক মুজিবুর রহমান, এফ ডব্লিউ ভিজিটর মুক্তি রাণী দে, রাজু আহমেদ, পরিবার কল্যান পরিদর্শীকা রওশন আরা, ফাতেমা চৌধুরী, রহিমা বেগম, রিতা রাণী দে, মীরা রাণী পাল।