বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ‘পুটিজুরী এস.সি.উচ্চ বিদ্যালয়ে’ মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিচালনা ও ডিজিটাল কন্টেন্ট নির্মাণে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুই মাস ব্যাপী ‘ইন হাউজ ট্রেনিং’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার ছিল শেষদিন।
বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানুপ্রিয় চক্রবর্তীর সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা শিক্ষা অফিস, হবিগঞ্জের বিদ্যালয় পরিদর্শক বি.এম.আসাদুল ইসলাম, শিক্ষামন্ত্রণায়লয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘এটুআই’ পরিচালিত শিক্ষকদের জনপ্রিয় পোর্টাল ‘শিক্ষক বাতায়ন’-এ ১৬বার সেরা কন্টেন্ট নির্মাতা, TQI- এর মাস্টার ট্রেইনার ও সুনামগঞ্জের রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুস সামাদ; শিক্ষক বাতায়ন’-এ ১১বার সেরা কন্টেন্ট নির্মাতা, TQI- এর মাস্টার ট্রেইনার ও কিশোরগঞ্জের শিমুলকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: নবী হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সেরা কন্টেন্ট নির্মাতা মো: আইনুল ইসলাম ও শেখ ফজলুল হক; শিক্ষক স্বপন চন্দ্র পাল ও সহকারী লাইব্রেরীয়ান মাকসুদা আক্তার।
ইন-হাউজ ট্রেনিং-এ বিশেষ কৃতিত্ব অর্জনের জন্য মাকসুদা আক্তারকে অভিনন্দিত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “খুব কম শিক্ষাপ্রতিষ্ঠানই আছে, যেখানে এতো দীর্ঘদিন ধরে ‘ইন-হাউজ ট্রেনিং সম্পন্ন হয়েছে।”
উল্লেখ্য, গত ১৯আগষ্ট থেকে প্রতি শুক্রবার বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে উক্ত ট্রেনিং সম্পন্ন হয়েছে। প্রশিক্ষক ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক, সেরা কন্টেন্ট নির্মাতা ও TQI -এর মাস্টার ট্রেইনার পংকজ কান্তি গোপ।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো: আব্দুস সামাদ বলেন, “বাংলাদেশে হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠান আছে, যেখানে ৩জন সেরা কন্টেন্ট নির্মাতা আছেন।” তিনি প্রশিক্ষণার্থী শিক্ষকদের বলেন, “আমি দৃঢ়ভাবেই বলতে পারি আপনারা এভাবে নিয়মিত কাজ করলে এ বছরেই আরো দু/তিন সেরা কন্টেন্ট নির্মাতা হতে পারবেন।”
উল্লেখ্য, মাধ্যমিক/সমপর্যায় ও কলেজ মিলিয়ে হবিগঞ্জ জেলায় মোট ৪জন শিক্ষক ‘শিক্ষক বাতায়নে’ সেরা কন্টেন্ট নির্মাতা হয়েছেন। এরমধ্যে ‘পুটিজুরী এস.সি.উচ্চ বিদ্যালয়’-এর শিক্ষকই ৩জন।
বি.এম.আসাদুল ইসলাম বলেন, “আপনারা যা করে দেখালেন, তা সত্যি প্রশংসনীয়”। তিনি অন্যান্য প্রতিষ্ঠানকেও মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনায় সহযোগিতা করার আহবান জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানু প্রিয় চক্রবর্তী বলেন, “আগামী জানুয়ারী থেকে বিদ্যালয়ের দশটি শ্রেণিকক্ষকে ‘মাল্টিমিডিয়া ক্লাসরুম উপযোগি’ করা হবে।’ তিনি ট্রেনিংয়ে নিয়মিত অংশগ্রহণ করায় শিক্ষকদের ধন্যবাদ জানান। উক্ত ‘ইন হাউজ ট্রেনিং’-এ অতিথি প্রশিক্ষক হিসেবে সময় দেয়ায় মো: আব্দুস সামাদ ও মো: নবী হোসেন স্যারকে আন্তরিক ধন্যবাদ জানান পংকজ কান্তি গোপ।