নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ শহরতলীর পোদ্দারবাড়ি এলাকায় ট্রাক ও একটি প্রাইভেট কার ভাঙচুর করেছে
হরতালকারীরা।
রোববার বেলা ১২টায় হবিগঞ্জের কামড়াপুর-নসরতপুর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হরতালকারীরা পোদ্দারবাড়ি এলাকায় মিছিল বের করে। এসময় মিছিল থেকে একটি খালি ট্রাকে আগুন দেওয়া হয়। খবর পেয়ে হবিগঞ্জ দমকল বাহিনীর কর্মীরা এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভায়।
একই সময় প্রাইভেট কার ও ইট বোঝাই একটি ট্রাক ভাঙচুর করে তারা।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।