চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের ৮নং বস্তি রঘুনন্দন চা বাগান এলাকার ছেরাগ আলীর পুত্র মোঃ আঃ আউয়াল (৩৫) নামে এক যুবককে নারী শিশু নির্যাতন মামলার পলাতক ওয়ারেন্টের আসামী গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট এস.আই মাসুদুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আঃ আউয়ালের নিজ বসতঘর থেকে লেপের নিচ থেকে উঠিয়ে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, আঃ আউয়ালের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ১৬৮/১৫ এর মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল। সে ১ বছর ধরে পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল।