নিজস্ব প্রতিনিধি :হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে একটি মর্টার সেল উদ্ধার করেছে মাধবপুর থানা পুলিশ
সোমবার (২১ নভেম্বর) রাতে উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চৈতন্যপুর গ্রাম থেকে মর্টার সেলটি উদ্ধার করা হয়। এর আগে ওইদিন বিকালে ওই গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুর রউফের বাড়ির পাশে একটি টিলায় মাটি কাটার সময় শ্রমিকরা একটি মর্টার সেল দেখতে পান।
পরে পুলিশকে খবর দিলে রাত সাড়ে ৯টায় দিকে মনতলা পুলিশ ফাঁড়ির এসআই কামরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মর্টার সেলটি জব্দ করে থানায় জমা দেয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকতাদির হোসেন জানান, মুক্তিযুদ্ধের সময় ওই স্থানে মুক্তিযোদ্ধাদের বাংকার ছিল। ধারণা করা হচ্ছে, যুদ্ধের সময় ওই বাংকারে মর্টার সেলটি থেকে যায়। আদালতের অনুমতি সাপেক্ষে বোমা বিশেষজ্ঞ দল দ্বারা এটি নিষ্ক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।