নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ শহরে পাঁচ জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেল সাড়ে ৪টায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজন কুমার সিংহ এ দণ্ডাদেশ দেন।
আদালত সূত্র জানায়, সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের এড়ালিয়া গ্রামের রহিম মিয়ার বাড়ি থেকে দুই জুয়াড়ি ও নিজামপুর ইউনিয়নের পাইকপাড়ার একটি দোকন থেকে তিন জুয়াড়িকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এ কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন-হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে হাবিবুর রহমান (২০), ধুলিয়াখাল গ্রামের আব্দুল হাই-এর ছেলে মো. ফারুক মিয়া (২৫), হবিগঞ্জ শহরতলীর শায়েস্থানগর এলাকার মো. আব্দুল জলিলের ছেলে মো. সোহেল মিয়া (৩০), তেঘরিয়া ইউনিয়নের কাকিয়ারআব্দা গ্রামের করম আলীর ছেলে ইউনুছ আলী (৩০) ও ধুলিয়াখাল গ্রামের মৃত ইছহাক মিয়ার ছেলে আব্দুল সোবহান (৩৫)।
এদের মধ্যে প্রথম চারজনকে পাঁচ দিন করে এবং আব্দুল সোবহানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj