এটিএম সালাম, নবীগঞ্জ (হবিগঞ্জ): হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে মুক্তিযোদ্ধাদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে যুক্তরাজ্যস্থ গ্রেটার মানচেষ্টার বাংলাদেশ এসোসিয়েশন এর পক্ষে সাবেক সভাপতি মইনুল আমিন বুলবুল এর সৌজন্যে শীত বস্ত্র বিতরণ অনুষ্টানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নবীগঞ্জ উপজেলা কমান্ড নুর উদ্দিন বীর প্রতীক।
প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ লুৎফর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা জাসদের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন আজাদ, যুক্তরাজ্যস্থ গ্রেটার মান চেষ্টার বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি মইনুল আমিন বুলবুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল প্রমূখ।
অনুষ্টানের পরিচালনা করেন, নবীগঞ্জ আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী বলেছেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধা ভাতা, সম্মানী, চাকুরী ক্ষেত্রে কৌটা, রাস্ট্রীয় মর্যাদা সহ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্মকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করছে। জামায়াত বিএনপি হরতাল অবরোধের নামে জ্বালাও পোড়াও করে দেশকে একটি তালেবানী পাকিস্তানী অকার্যকর রাষ্ট্র বানাতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি ৭১ এর ন্যায় আবারো এ জঙ্গি গোষ্টির ষড়যন্ত্র রুখতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ঐক্য হওয়ার আহ্বান জানান।