হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামে রুনা আক্তার (১৯) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে।
এ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। মৃত গৃহবধুর পিতার পক্ষ থেকে জানানো হয়েছে, সে বিষপান করেছে। অপরদিকে ওই গৃহবধুর স্বামী বলছে কৌশলে তার স্ত্রীকে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
সুত্র জানায়, উচাইল গ্রামের জাহির মিয়ার কন্যা রুনা আক্তারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে সদর উপজেলার বামকান্দি গ্রামের রাজমিস্ত্রি আহমদ আলীর (২৫)। বিষয়টি রুনার পরিবার আচঁ করতে সামাজিকভাবে ১৮ দিন আগে দুজনের বিয়ে দেয়। বিয়ের পর এক সপ্তাহ পর রুনা তার পিত্রালয়ে বেড়াতে আসে।
বৃহস্পতিবার সন্ধ্যায় অচেতন অবস্থায় পিত্রালয়ের একটি রোমে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর থানা পুলিশ লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করে।
সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান, ময়না তদন্ত রিপোর্ট ছাড়া এ মুর্হুতে কিছু বলা যাচ্ছে না।