নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের লেঞ্জাপাড়ায় পুর্ব বিরোধের জের ধরে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে।
রবিবার সন্ধ্যায় এ সংঘর্ষ হয়।
আহত সুত্রে জানা যায়, ওই এলাকার আবু আহমেদ বেলু কমিশনারের সাথে একই এলাকার আব্দুল জলিলের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
গুরুতর আহত অবস্থায় আব্দুল জলিল (৬৫), কাকলী বেগম (২০), তুলনা বেগম (২৮), মোবারক (৩০), সেলিনা (৫০), রিনা (৩০), জনি (২৫) ও ইয়াসির (২২) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।