নিজস্ব প্রতিনিধি:বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত আন্তঃস্কুল ভলিবল প্রতিযোতিায় চ্যাম্পিয়ন হয়েছে বানিয়াচঙ্গের এল আর সরকারী উচ্চ বিদ্যালয়। শনিবার বিকেলে জালাল স্টেডিয়ামে ফাইনাল খেলায় তারা ২-০ (২৭-২৫ ও ২৫-২৩) সেটে জে কে এন্ড এইচ কে হাই স্কুলকে পরাজিত করে।
খেলা শেষে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির।
ভলিবল উপ কমিটির সভাপতি মরতুজ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবদুর রউফ, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ হোসেন কলি।
বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য আব্দুল মোতালিব মমরাজ, আজম উদ্দিন, মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, শিক্ষক জাহাঙ্গীর আলম চৌধুরী ও জাকির হোসেন।
টুর্ণামেন্টে জেলার ৮টি স্কুল অংশ গ্রহণ করে।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার ক্রীড়া বান্ধব সরকার। এই সরকারের আমলে দেশে বিদেশে ক্রীড়াঙ্গনে আমাদের সুনাম অর্জন হয়েছে। হবিগঞ্জে নির্মাণ করা হয়েছে আধুনিক স্টেডিয়াম। এখন সেই স্টডিয়ামকে কাজে লাগিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে হবিগঞ্জের ভাবমূর্তি উন্নত করার সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি হবিগঞ্জের ক্রীড়াঙ্গনের উন্নয়নে নিরবচ্ছিন্ন প্রয়াস অব্যাহত রাখারও ঘোষনা দেন।