চুনারুঘাট(হবিগঞ্জ) প্রতিনিধিঃ রবিবার সন্ধায় চুনারুঘাট প্রেসক্লাবে হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি এডভোকেট আমির হোসেন, আব্দুল হামিদ তারলুকদার, মিহির কান্তি বৈদ্য, রফিকুর ইসলাম, ইয়াহিয়া তালুকদার এমরান, আব্দুল হান্নান ও মামুনুর রশিদ চৌধুরী স্মরনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু, নারায়নগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কবি হালিম আজাদ, ইউপি চেয়ারম্যান আঃ রশিদ মাস্টার, ব্যাকস সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হোসাইন আলী রাজন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আনোয়ার আলী, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সম্পাদক ইমান আলী।
এতে অন্যানের মাঝে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর হোসেন, অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, চুনারুঘাট রিপোটার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল, পদক্ষেপ গণ পাঠাগারের সভাপতি প্রভাষক মাজহারুল ইসলাম রুবেল, এডঃ মোস্তাক আহমেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ আবু নাঈম হালিম, খালেদুর রহমান চৌধুরী মাস্টার, চুনারুঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, যুগ্ম-সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, জুনায়েদ আহমেদ, মনিরুজ্জামান তাহের, ওয়াহিদুল ইসলাম জিতু, এস এম সুলতান খান, ফখরুদ্দিন আবদাল, এস আর রুবেল মিয়া।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন চুনারুঘাট সদর জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আলী।