এস এইচ টিটু : শিশু বয়স, কিন্তু তাতে কি। তামাকের নেশায় শিশুরাই আজ বিপথে। কেউ বিড়ি, কেউ সিগারেট, কেউবা আবার তামাক ও গাঁজা মেশানো নেশা সেবন করে নীল হয়ে যাচ্ছে। কেউ নেশা করছে শখের বসে, কেউবা আবার অজ্ঞতাই জড়িয়ে পড়ছে।
শায়েস্তাগঞ্জ রেলজংশনে দেখা গেল গোটা ছয়েক কিশোরকে দাঁড়িয়ে থাকতে। কারও গোফের রেখা গজায়নি। তাতে কী! অন্তত চার জনের হাতে সিগারেট জ্বলছে। টান দেখলেই বোঝা যায়, এ কাজে তারা রীতিমতো অভ্যস্ত। এই বয়সে সিগারেট খাওয়ার কারণ জানতে চাইলে এক জন ধোঁয়া ছাড়ার মতোই মুখের উপর সটান জবাব ছুড়ে দিল, ‘‘ভাল লাগে তাই খাই।
সরজমিনে দেখাযায়,বিভিন্ন স্কুল ও কলেজ পড়–য়া কিংবা পথশিশুরা এ সব নেশার টানে বিভোর। সিগারেটের নেশা দিয়ে শুরু করে শিশুরা জড়িয়ে পড়ছে অন্যান্য মাদকে সেবনে। মাদক জাতীয় এসব নেশায় শিশুরাও পিছিয়ে নিই। যত্রতত্র শিশুরা লোকজনের আড়াল হয়ে সিগারেট কিংবা বিড়ি জ্বালিয়ে দিয়ে নেশা করছে।
অন্য একদিন চোখে পড়ল ১৫ বছরের সবুজ নাম একটি শিশু।শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে একটি টংদোকানে এসে সবুজ এক শলাকা সিগারেটে আগুন জ্বালিয়ে দিল। প্রায় ১৫ থেকে ২০ মিনিট বসে থেকে আরেকটি সিগারেট জ্বালায় সে।কত বছর থেকে সিগারেট সেবনের অভ্যাস জিজ্ঞেস করতে সবুজ জানায়, আরো দুই তিন বচ্ছর আগে হইতে সিকারেট খাই।’ এখন বয়স কত উত্তরে জানায়, ‘১৪/১৫ অইবে।’ কেন সিগারেট খাও এমন প্রশ্নের জবাব দেয়, ‘এমনিতেই খাই সবসময় সিকারেট খাওয়া লাগে।’ এভাবেই শিশু সন্তানদের প্রতি অভিভাবকদের নিয়ন্ত্রন না থাকায় অজ্ঞতাই শিশুরা জড়িয়ে পড়ছে তামাকের নেশায়।
সম্প্রতি শায়েস্তাগঞ্জ পৌর শহরের জনৈক এক অভিভাবক নাম গোপন রাখার শর্তে জানান, তাঁর স্কুল পড়–য়া ছেলে বন্ধুদের পাল্লায় পড়ে প্রথমে সিগারেটের নেশায় জড়িয়ে পড়ে। পড়ে অন্যান্য নেশায় জড়িয়ে গিয়ে না বাঁচার উপক্রম হয়। দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয় তাঁর ছেলে। এ ঘটনার পর থেকে ওই ছেলে সার্বক্ষনিক চোখে চোখে রাখেন পরিবারের সদস্যরা। ওই অভিভাবক বলেন, ‘স্কুল কিংবা কলেজ পড়ুয়া প্রত্যেক ছেলে মেয়েকে সব বাবা মায়ের উচিত কঠোর নজরদারীতে রাখা।
এছাড়াও শিশুদের কাছে সিগারেট কিংবা বিড়ি বিক্রি করা আইনগত ভাবে নিষিদ্ধ থাকলেও সে আইন মানেন না দোকানীরা। এই কারণে ছোটরা খুব সহজে সিগারেট ও মাদক জাতীয় নেশা সংগ্রহ করতে পারে। দোকানী, অভিভাবক, আইনশৃঙ্খলা বাহিনী সবাই যে যার অবস্থানে থেকে নৈতিক ভাবে দায়িত্ব পালন করলে ছোট ছেলে মেয়েদের নেশায় জাড়িয়ে পড়ার সুযোগগুলো বন্ধ হয়ে যাবে।
এদিকে শ্রমজীবি অভিভাবকের অধিকাংশ শিশু সন্তানরা ১০ থেকে ১২ বছর বয়সে সিগারেট কিংবা বিড়ি সেবনে অভ্যস্ত হয়ে পড়ে। অভিভাবকদের আয় রোজগারের ধান্ধার কারণে ছোট সন্তানদের সারাদিনে খোঁজ নেয়ার সময় হয়ে ওঠে না। এ কারণে ওইসব শিশুরা খুব দ্রুত মাদকের নেশায় জড়িয়ে পড়ে।
সচেতন মহল মনে করেন ‘শিশু বয়স থেকে ধুমপান খুবই ভয়াবহ। এতে করে প্রথমেই বাঁধাগ্রস্থ হয় শিশুর মানসিক ও দৈহিক বিকাশ।এজন্য জনসচেতনতা, অভিভাবকদের বেশী দায়িত্বশীল হওয়া, তামাকজাত পন্য বিক্রেতাদের নৈতিক ভাবে সচেতন হওয়া ছাড়া শিশুদের এপথ থেকে ফিরানোর বিকল্প নেই।’
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj