হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ফ্রেশ-চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণে র্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার হবিগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে এ র্যালীটি বের হয়। চ্যানেল আই হবিগঞ্জ জেলা প্রতিনিধি প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের পরিচালনায় র্যালীতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক সাবিনা আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক সফিউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখররুজ্জামান, সাবেক সহ-সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তালুকদার, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি রাসেল চৌধুরী, এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল আলীম, বাপা হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, কবি অপু চৌধুরী, রাশেদ আহমেদ খান, সাংবাদিক শাকিল চৌধুরী, মোঃ মামুন চৌধুরী, ছানু মিয়া, প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল, সিদ্দিকুর রহমান মাসুম প্রমুখ।