মোঃ আব্দুল হক রেনু, শায়েস্তাগঞ্জ থেকেঃ শায়েস্তাগঞ্জের চুনারুঘাট রোডে উবাহাটায় টমটমে উঠার সময় বিপরীত মূখী একটি প্রইভেট কারের ধাক্কায় হরিপত শীল (৫৫) নামে এক যাত্রী গুরুতর আহত হয়েছে।
বুধবার বিকাল ৫টার দিকে চুনারুঘাট রোডের উবাহাটায় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজ তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
এদিকে প্রাইভেট কারটি স্থানীয় জনতা আটক করেছে। আহত হরিপদ শীল এর বাড়ী চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামে।