নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের আয়োজনে মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত ফাঁড়িতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ধর্মঘর সীমান্ত ফাঁড়িতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্ণেল জাকির হোসেন।
নায়েক আলম বাদশার সঞ্চালনায় বক্তব্য রাখেন বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন, ৫৫ ব্যাটালিয়নের এস এম আবুল কালাম, মাধবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আজিজ, ধর্মঘর ইউপি চেয়ারম্যান শামছুল ইসলাম কামাল, চৌমুহনী ইউ/পির সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাংবাদিক হামিদুর রহমান, ধর্মঘর সীমান্ত ফাঁড়ির সুবেদার মহি উদ্দিন প্রমুখ।
পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।