খন্দকার আলাউদ্দিন ॥ প্রাথমিক পর্যায়ে শিক্ষা ব্যবস্থাকে সফল, স্কুলে নিয়োমিত উপস্থিতি ও ঝড়ে পড়ার হার প্রতিরোধ করার লক্ষ্যে চুনারুঘাটে আশা’র প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক ও অভিভাবকদের নিয়ে ফলাফল উপস্থাপন ও মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলার নরপতি আশা-মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) প্রাথমিক শিক্ষা বিষয়ক গবেষণার নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় আশা হবিগঞ্জ জোনাল ম্যানেজার মোঃ সাইদুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে ও আশা হবিগঞ্জ জেলার সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার মোঃ কামাল মিয়া চৌধুরী’র সঞ্চানলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার কেন্দ্রীয় কার্যালয়ের গবেষণা এবং মূল্যায়ন সেকশনের প্রধান গবেষক, ড. তোয়ায়েফুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন আশার কেন্দ্রীয় কার্যালয়ের গবেষণা এবং মূল্যায়ন সেকশনের গবেষক অতনু দাস, আশা নরপতি স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাডমিনিস্ট্রেটর মোঃ মোস্তাফিজুর রহমান চৌধুরী, আশা ম্যাটস’র প্রিন্সিপাল ডাক্তার ফারুক আহমেদ খান, বানিয়াচং আশার আরএম মোঃ সাইফুর রহমান চৌধুরী কায়েস, মানবাধিকার সহায়তা কেন্দ্রের এডঃ নরুল ইসলাম চৌধুরীসহ আশা’র প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচির হবিগঞ্জ জোনের ফিল্ড অফিসার (শিক্ষা) জুলফিকার আলী এবং আশা’র আরএমসহ সংশিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত গবেষণা উপস্থাপন সভায় অভিভাবকসহ উপস্থিত সকল অতিথিবৃন্দ গবেষণার ফলাফলে সন্তোষ প্রকাশ করে মতামত দেন যে, দেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নকল্পে আশা যে শিক্ষা সেবা নি¤œবিত্ত ওদরিদ্র পরিবারগুলোর দ্বার প্রান্তে পৌছে দিচ্ছে তা প্রশংসার দাবিদার।
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে ৩১.৫% লোক দারিদ্রসীমার নিচে বসবাস করছে (সূত্র: : Basic Statistisc-2016; Asian Development Bank)|
এই সকল নি¤œবিত্ত ও দরিদ্র পরিবারের আর্থিক অসচ্ছলতা ও নিরক্ষরতার কারণে এবং বাংলাদেশের অন্যান্য পরিবারগুলোর যেখানে পরিবারের সদস্যদের মাঝে শিক্ষার হার কম, সেখানে শিক্ষার্থীদের বাড়িতে প্রয়োজনীয় শিক্ষা নির্দেশনা ও শিক্ষা সহায়তা যেমন প্রাইভেট সরবরাহ করতে পারেনা।
ফলে স্কুলে গিয়ে নিজেদের পাঠদান সঠিকভাবে উপস্থান করতে অক্ষম হয়ে এক পর্যায়ে স্কুলের যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলে এবং বিদ্যালয়ে থেকে ঝড়ে পড়ে। আশা থেকে ধারণা করা হয়, এই প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের যদি স্কুল থেকে দেওয়া পড়া বাড়িতে প্রস্তুত করে দেওয়া হয়, তাহলে স্কুলে তাদের উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হবে। এই লক্ষ্যে ‘আশা’ ২০১১ সালের ফেব্রুয়ারী মাস থেকে ২০টি জেলার ২০টি ব্রাঞ্চে ‘প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচি’ শুরু করে। যার সমস্ত ব্যয় আশা নিজস্ব সম্পদ থেকেই নির্বাহিত হয়।
দেশব্যাপী আশা’র প্রাক-প্রাথমিক শিক্ষা কর্মসূচি ব্যাপক জনপ্রিয়তার কারণে বর্তমানে দেশের ৬১টি জেলার ৭শ’টি আশা ব্রাঞ্চে কর্ম এলাকায় ১০ হাজার ৬শ’ ২১টি শিক্ষা কেন্দ্রে প্রায় ৩ লক্ষাধিক শিক্ষার্থীকে শিক্ষা সেবা দেওয়া হচ্ছে।
আশা প্রাক-প্রাথমিকে ১ম ও ২য় শ্রেণিতে পড়–য়া শিক্ষার্থীর অন্যান্য স্কুলে তুলনায় ভাল ফলাফল করছে কি না সেটি যাচাই করতে আশা গবেষণা এবং মূল্যায়ন সেকশন, কেন্দ্রীয় কার্যালয়, ঢাকা’র উদ্যোগে ২০১৫ সালের ১ বছরব্যাপী মোট ১৪টি জেলায় ১৩৫৩ জন শিক্ষার্থীর উপর “Impact Evaluation of ASA Primary Education Strengthening Programme” শীর্ষক একটি গবেষণা কার্যক্রম পরিচালিত হয়।
উক্ত গবেষণায় প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, প্রাক-প্রাথমিক, ১ম ও ২য় শ্রেণিতে পড়–য়া শিক্ষার্থীদের মধ্যে যারা আশা শিক্ষা কেন্দ্রে পড়ে তাদের পরীক্ষার সামগ্রীক ফলাফল, বিষয়ভিত্তিক ফলাফল ও শ্রেণিতে উপস্থিতি তাদের সহপাঠী যারা আশা শিক্ষাকেন্দ্রে পড়ে না তাদের তুলনায় সন্তোষজনক। ১ম ও ২য় শ্রেণিতে পড়–য়া আশা শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীরা পরীক্ষার মোট ফলাফলে প্রাপ্ত গ্রেড পয়েন্ট হিসাবে তাদের সহপাঠীদের (যারা আশা শিক্ষাকেন্দ্রে পড়েনা) তুলনায় যথাক্রমে গড়ে ০.৭ ও ০.৮ গ্রেড পয়েন্ট বেশী পায়।
প্রাক-প্রাথমিক শ্রেণিতে পড়–য়া আশা শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের শ্রেণিতে উপস্থিতি তাদের সহপাঠীদের থেকে গড়ে ২.৭% বেশী। এই গবেষণায়দেখা যায়, বর্তমানে এই পর্যায়ে পড়–য়া শিক্ষার্থীদের প্রাইভেট শিক্ষকের বেতন বাবদ প্রায় ৫০০-১০০০ টাকা দিতে হয়। কিন্তু আশা শিক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা শুধুমাত্র ৩০ টাকা মাসিক সম্মানী প্রদানের মাধ্যমে শিক্ষা সেবা গ্রহণ করছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj