নিজস্ব প্রতিনিধিঃ শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি এন্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিল গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে।
শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যান ট্রাষ্টের সভাপতি মোঃ খুর্শেদ আলীর সভাপতিত্বে ও মোঃ আব্দুর রকিবের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ নূরুল হক, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য ও হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রোকশানা আক্তার শিখা, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল মুকিত, জেলা পরিষদ সদস্য মোছাঃ আলেয়া বেগম।
এছাড়া আরো বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাষ্টের সহ-সভাপতি মাওলানা আব্দুশ শহিদ, আ.স.ম আফজাল আলী রুস্তম, ডা: শামছুর রহমান, অভিভাবক ও বিশিষ্ট ব্যবসায়ী দিলীপ দত্ত স্কুলের শিক্ষক মুনিরা পারভিন, মোঃ জামাল, সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্কুলের শিক্ষক মাওলানা রাইসুল হাসান এবং মিলাদ পরিচালনা করেন স্কুলের শিক্ষক মাওলানা লুৎফুর রহমান। সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিরতণ করেন।