মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাগবাড়ি গাউছিয়া হাফিজিয়া মাদ্রাসার নিখোঁজ হওয়া ২ মাদ্রাসার ছাত্রের ৫ দিন পর সন্ধান পেয়েছে তাদের পরিবার। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম রেল স্টেশনে ঘুরাফেরা করার সময় মোজাহিদের ভাই জুনাঈদ মিয়া নিখোঁজ হওয়া তার ভাই মোজাহিদ ও সাইমুন কে উদ্ধার করেন।
গাউছিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মোজাম্মেল হক নিখোঁজ ছাত্রদের সন্ধান পাওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া মাদ্রাসার ছাত্র সাইমুনের ভাই শফিক মিয়া জানান, গত ৫ ফ্রেরুয়ারি উপজেলার দক্ষিণ বেজুড়া গ্রামের উমরা খানের ছেলে মোজাহিদ মিয়া (১২) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মীর শাহপুর গ্রামের সুমন মিয়ার ছেলে সাইমন মিয়া (১২) নিখোঁজ হয়।
এরপর তাদের বিভিন্ন জায়গায় খোঁজা শুরু হয়। তাদের সন্ধান না পেয়ে গত ৬ ফ্রেরুয়ারি মাধবপুর থানায় একটি সাধারণ ডায়রি করা হলে পুলিশ দেশের বিভিন্ন থানায় বেতার বার্তা প্রেরণ করে। দুই মাদ্রাসার ছাত্র একই দিনে নিখোঁজ হলে তাদের পরিবার ও এলাকাবাসীর মধ্যে এ নিয়ে উৎকণ্ঠা দেখা দেয়।
শুক্রবার সকালে নিখোঁজ হওয়া দুই মাদ্রাসার ছাত্রকে চট্টগ্রাম রেল স্টেশনে ঘুরাফেরা করার সময় মোজাহিদের ভাই জুনাঈদ মিয়া নিখোঁজ হওয়া তার ভাই মোজাহিদ ও সাইমুন কে উদ্ধার করে। এ খবর দুই পরিবারে পৌছলে তাদের মধ্যে স্বস্থি ফিরে আসে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোকতাদির হোসেন পিপিএম নিখোঁজ হওয়া দুই মাদ্রাসার ছাত্রের সন্ধান পাওয়া গেছে বলে সত্যতা নিশ্চিত করে বলেন মাদ্রাসার শিক্ষক মোজাম্মেল হক বিষয়টি জানিয়েছেন। তবে কি কারণে বা কি ভাবে দুই ছাত্র চট্টগ্রাম গেল তা খতিয়ে দেখা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj