মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার মাধবপুরে পুলিশ ও গ্রামবাসী ফুটবল প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। বৃটিশ ও এক সময়ে পুলিশের নাম শুনলে ছেলে বুড়ো ভয়ে পালিয়ে যেত।কিন্তু গনতান্ত্রিক কাঠামো শক্তিশালি হওয়ায় পুলিশের মধ্যও জবাবদিহি, পেশাদারিত্ব ও সেবার মনোভাব বাড়ায় এই আয়োজন করে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে উপজেলায় খড়কি ও কাটুরা গ্রামে জনতার সাথে পুলিশের ফুটবল খেলা অনুষ্টিত হয়।
সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী প্রধান অথিতি হিসেবে খেলার উদ্বোধন করেন।
মাধবপুর থানার ওসি মোকতাদির হোসেনের সভাপত্বিতে বিশেষ অথিতি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র,চেয়ারম্যান শফিকুল ইসলাম,মহিউজ্জামান হারুন,তাজুল ইসলাম, আব্দুল আউয়াল লিটন, নাসির খান শহিদ উল্লাহ এছাক, অ্যাডভোকেট ফরহাদ, পবিস পরিচালক মিজানুর রহমান চকদার, কামাল উদ্দিন জিতু,আঃছাত্রার ফজলুল করিম মিনহাজ।
মাধবপুর থানার পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলাম জানান এ আয়োজনের বিশেষত্ব রয়েছে। এটি হল গত বছর দেড়েকের মধ্যে খড়কি ও কাটুরা গ্রামে গ্রামীণ কলহে ৪ জন খুন হন।এসব ঘটনায় অনেক মামলা মোকদ্দমা হয়ে কয়েক শত গ্রামবাসীর নামে মামলা হয়।এসব মামলায় অনেকের নামে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
এ কারণে ৫০ সদস্য বিশিষ্ট পুুলিশের মোবিলাইজেশন কন্টিনজেন্ট ৩ দিন ওই গ্রামে অবস্হান করে আসামিদের গ্রেফতার ও আত্বসমর্পনে কাজ করবে।প্রতিবছরই অপরাধ প্রবন এলাকায় এই উদ্বোগ গ্রহন করা হয়।এ বছর এ এলাকা বেচে নেওয়া হয়েছে। আশা করি গ্রামবাসী সহযোগিতা করবেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj