মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলা প্রশাসনের আয়োজনে ৫ দিন ব্যাপী ষোড়শ একুশে বইমেলা- ২০১৭ উদ্বোধন করা হয়েছে।
গতকাল বিকেল ৪টায় উপজেলা পরিষদ মাঠে ঐতিহ্যবাহী একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এমরান হোসেন। উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে ও বাহুবল মডেল প্রেস ক্লাবের সহ-সভাপতি পংকজ কান্তি গোপ টিটুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই। বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মোঃ শফিউল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বশির আহমেদ, সুহেল আহমেদ কুটি, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ ডাঃ বাবুল কুমার দাস, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, বাহুবল কলেজের অধ্যক্ষ আবদুর রব শাহিন, উপজেলা কৃষকলীগ সভাপতি মাস্টার মখলিছুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাফিজুর রহমান।
উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জ্যোতিষ রঞ্জন চন্দ্র, মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা বেগম, জন-স্বাস্থ্য প্রকৌশলী ফারুক ইমাম, সহকারি শিক্ষা অফিসার রিংকু দাস, বাহুবল মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিন, সাংবাদিক ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ, মনিরুল ইসলাম শামিম, উপজেলা পরিষদের সিএ কনক দেব মিঠু, শিক্ষক হাবিবুর রহমান, আব্দুর রহিম, শহিদুল আলম, বিকাশ দেব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা ইমাম সমিতির সভাপতি ও বাহুবল মডেল প্রেস ক্লাবের সহ-সভাপতি মাওলানা নূরুল আমীন এবং গীতা পাঠ করেন শিক্ষক সমরেশ ভট্টাচার্য্য।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব মোঃ হোসেন শাহ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সন্ধ্যায় শুরু হয় সানশাইন প্রি ক্যাডেট হাইস্কুল ও আলিয়াছড়া খাসিয়াপুঞ্জি থেকে আগত নৃত্য শিল্পীদের নৃত্য পরিবেশনা, স্থানীয় ও আগত শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শায়েস্তাগঞ্জ দেশ নাট্যগোষ্ঠির পরিবেশনায় নাটক “জাত চোর”।
উল্লেখ্য, এ বছর মেলায় ৩৫টি স্টল অংশগ্রহণ করেছে। মেলাটি গতকাল শনিবার থেকে শুরু হয়ে আগামী ২২ ফেব্র“য়ারি বুধবার পর্যন্ত চলবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj