নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলা লোকনাথ সেবা সংঘের উদ্যোগে পৌর এলাকার আক্রমপুরস্থ মন্দিরে বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে ৩ দিন ব্যাপী ১৮তম বার্ষিক পাদুকা উৎসব গত শুক্রবার শুরু হয়ে সোমাবার সকালে সম্পন্ন হয়েছে।
ঐদিন বিকালে অনুষ্টানমালার মধ্যে ছিল গীতাপাঠ,ভক্তিমূলক গান,অধিবাস।আজ শুক্রবার অনুষ্টানমালার মধ্যে রয়েছে কীর্তন,বাবার পূজা,বাল্যভোগ,রাজভোগ ও মহাপ্রসাদ বিতরন ও সমবেত প্রার্থনা।
শনিবার কীর্তন পরিবেশন করেন ভারতের শ্রী শ্রী কমলাদেবী দাস সম্প্রদায়,খুলনার শ্রী শ্রী ব্রজেশ্বরী সম্প্রদায়,সাতক্ষীরার রাই বিনোদিনী সম্প্রদায়,সিলেটের জয়লক্ষী সম্প্রদায়,বি-বাড়ীয়ার শ্রী শ্রী জীবমুক্তি সম্প্রদায়।
শনিবার অনুষ্টানমালায় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, মেজর(অবঃ) সুরঞ্জন দাশ, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব,সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র এটি এম সালাম,ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুছা, পৌরহিত মতিলাল ভট্টচার্য্য,ভবানী শংকর ভট্টাচার্য্য,,লোকনাথ সেবা সংঘের সাবেক সভাপতি সুখেন্দু পুরকায়াস্থ, নিতেশ রায়,নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়,সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল,লোকনাথ সেবা সংঘের সাবেক সাধারন সম্পাদক রঞ্জিত চক্রবর্ত্তী,সাধন চন্দ্র দাশ,প্রজেশ রায়,বিধান ধর,চারু দেব,পরিতোষ বনিক,কানাই লাল দাশ,সঞ্জয় দাশ,অজিত কুমার দাশ, উৎসব কমিটির সভাপতি নীলকণ্ট সুত্রধর,সহ-সভাপতি অনজিত দাশ লিটন,কৃপাংশু রায় কাজল,সাধারন সম্পাদক সুজিত পাল,সহ-সাধারন সম্পাদক সঞ্জয় মহালদার,কোষাধ্যক্ষ শংকর দাশ,সহ-কোষাধ্যক্ষ মিশু দাশ,সাংগঠনিক সম্পাদক কাজল রায়,সহ-সাংগঠনিক সম্পাদক নিবাশ দাশ,প্রচার সম্পাদক বিপ¬ব চন্দ্র দাশ বিপুল,সহ-প্রচার সম্পাদক রাহুল ধর অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্টানে সংগীত পরিবেশন করেন ফুলন দাশ,জয়িতা দাশসহ অন্যান্য শিল্পীবৃন্দ। এছাড়া নবীগঞ্জ সদর ইউনিয়নের আািদত্যপুর ও বাউসা ইউনিয়নের সোজাপুর লোকনাথ সেবা সংঘের উদ্যোগে পরম পুরুষ লোকনাথ ব্রম্মচারী বাবার পাদুকা উৎসব পালন করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj